নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন
নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন ও আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যায় এসব
ধরনের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে হলে আপনি আমাদের সাথেই থাকুন। তাহলে আপনি নগদ
সম্পর্কে অনেক কথা বার্তা গুলো বুজতে পারবেন।
আপনার জন্য এই পোষ্টের নিচের দিকে নগদ একাউন্ট সম্পর্কে আরো কিছু পয়েন্ট যোগ করা
হয়েছে। সে পয়েন্ট গুলো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে
পড়েন। আশাকরি তাহলে আপনি নগদ একাউন্ট সম্পর্কে আরো অনেক ধরনের বিষয় গুলো বুজতে
পারবেন।
ভূমিকা
নগদ হলো
বাংলাদেশ
ডাক বিভাগের ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিস ও আর্থিক সেবা। যা আপনাকে বিভিন্ন অর্থ
সম্পর্কিত লেনদেন করতে সহায়তা করে। আপনি নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট
খুলতে, ক্যাশ ইন, ক্যাশ আউট, মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ ইত্যাদি করতে
পারেন। নগদ একাউন্ট খুলতে আপনার ন্যাশনাল আইডি,
আরও পড়ুনঃ
রকেট একাউন্টের পিন ভুলে গেলে করনীয়
মোবাইল নাম্বার এবং পিন নাম্বার প্রয়োজন। আপনি নগদ অ্যাপ ডাউনলোড করতে পারেন
Google Play স্টোর থেকে। নগদ একাউন্টে আপনি আপনার নিজের ডিসপ্লে নাম এবং ছবি
পরিবর্তন করার সুযোগ দেয়। এবং আপনার ব্যালেন্স এবং বিবৃতি চেক করার সুযোগ দেয়।
এটি খুব নিরাপদ একটি অ্যাপ। নগদ অ্যাপ আপনার পিন নম্বর দুটি পর্যায়ে চায়।
প্রথমত অ্যাপ থেকে লগইনের জন্য এবং প্রতিটি লেনদেনের জন্য আপনাকে পিন নম্বর
প্রদান করতে হবে।
নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন
আপনি যদি নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। দয়া করে মনে রাখুন নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এবং আপনাকে নগদ কাস্টমার কেয়ারের সহযোগিতা নিতে হবে। নিচে নিয়ম গুলো দেওয়া হলো-
- বর্তমানে আপনার নগদ একাউন্ট খোলার সময় যে এনআইডি দিয়েছিলেন। সেই এনআইডি ও কার্ড হোল্ডারকে নিয়ে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে।
- তারপর আপনি যে এনআইডিতে নগদ একাউন্টের মালিকানা নিয়ে যেতে চান। সেই এনআইডি ও কার্ড হোল্ডারকেও সাথে নিয়ে যেতে হবে।
- নগদ একাউন্ট খোলা সিমটিও চালু করে সাথে রাখতে হবে।
- এরপর নগদ কাস্টমার কেয়ার সেন্টারের কর্মীদের সাথে কথা বলে আপনার নগদ একাউন্টের মালিকানা পরিবর্তনের আবেদন করতে হবে।
- নগদ কাস্টমার কেয়ার সেন্টারের কর্মীরা আপনার এনআইডি ও সিম কার্ডের যাচাই করে আপনার নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করে দেবেন।
- এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে, আপনি আপনার নতুন এনআইডি দ্বারা নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনি নগদ হেল্পলাইন ১৬১৬৭ নম্বরে কল দিয়ে জানতে পারেন যে নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে হলে উপরের তথ্য গুলো বাদে আর কি কি লাগতে পারে। এইসব বিষয় নিয়ে কথা বলতে পারেন তাহলে আপনি সব জানতে পারবেন।
আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যায়
আপনি আইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারেন। আপনার মোবাইলের ডায়াল অপশনে
গিয়ে *১৬৭# কোড ডায়াল করুন। এরপর আপনাকে চার সংখ্যার একটি পিন সেট করতে বলবে।
পিন দেয়ার পর Send অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পুনরায় সেই পিন দিতে হবে।
এরপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে।
এই ছিলো এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার উপায়। তবে, আপনার নিজের সুরক্ষা
জন্য সবসময় সতর্ক থাকুন এবং আপনার পিন নাম্বার অন্য কাউকে দেওয়ার জন্য কখনই
সম্মতি দেবেন না। এরপর আপনি নগদ একাউন্টের সকল সুবিধা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ বিকাশ পার্সোনাল একাউন্ট করার নিয়ম
এরপর আপনি নগদ
একাউন্ট
খোলার জন্য নিয়ম অনুসরণ করে আপনি আপনার মোবাইল থেকে নগদ অ্যাপ ডাউনলোড করতে
পারেন। এই দ্বারা ইউএসএসডি (USSD) কোড ব্যবহার করে নগদ একাউন্ট খোলা হয়।
- মোবাইল ডায়াল অপশনে গিয়ে *১৬৭# ডায়াল করুন।
- প্রযোজ্য শর্তাবলি পড়ে ও সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন।
- পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন ।
- এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন।
- এই পদ্ধতি অনুসরণ করে মাত্র কয়েক মিনিটে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন।
নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
আপনি যদি নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম জানতে চান। তাহলে আপনার জন্য নগদ একাউন্ট
বন্ধ করার দুটি পদ্ধতি রয়েছে। একটি নগদ কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে এবং
অন্যটি নগদ হেল্পলাইনে কল করে। নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম সহজ আমি আপনাকে এই
দুটি পদ্ধতির বিস্তারিত বিষয় গুলো নিচে দেওয়া হলো-
প্রথম পদ্ধতি হলো নগদ হেল্পলাইনে কল করা এর জন্য আপনার করণীয় হলো-
- আপনার নগদ একাউন্ট খোলা থাকা সিম কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড হাতে রাখুন।
- নগদ হেল্পলাইন নাম্বার ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ এ নম্বরে কল করুন।
- কাস্টমার কেয়ার থেকে বিভিন্ন অপশন দেওয়া হবে। আপনি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে চান, এই অপশনটি নির্বাচন করুন।
- কাস্টমার প্রতিনিধিকে আপনার একাউন্ট বন্ধ করার বিষয়ে জানান।
- তিনি আপনার একাউন্ট কোন নাম্বারে আছে তা জানতে চাইবে।
- নগদ একাউন্ট যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা তার নাম্বার জানতে চাইবে।
- প্রয়োজন মনে করলে আপনার বাবার নাম ও মায়ের নামও জানতে চাইতে পারে।
- এসব তথ্য নিয়ে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে আপনার কাস্টমার প্রতিনিধি নগদ একাউন্টটি বন্ধ করে দিবেন।
দ্বিতীয় পদ্ধতি হলো নগদ কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে একাউন্ট বন্ধ করা।
এর জন্য আপনার করণীয় হলো-
- আপনার নগদ একাউন্ট খোলা থাকা সিম কার্ড একটি সচল মোবাইলে ইনসার্ট করুন।
- ন্যাশনাল আইডি কার্ডের মূলকপি নিয়ে নিকটস্থ নগদ কাস্টমার সার্ভিস অফিসে যান।
- একজন প্রতিনিধির সাথে কথা বলে জানান যে, একাউন্টটি বন্ধ করতে আপনি ইচ্ছুক।
- তিনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে নগদ একাউন্টের ভোটার আইডি মিলিয়ে দেখে ভেরিফাই করবেন। এরপর একাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।
আপনার নগদ একাউন্ট বন্ধ হলে আপনি পরবর্তিতে একাউন্ট খোলতে পারবেন। কিনা তা
জানতে চাইলে একটি ভোটার আইডি দিয়ে কতগুলি নগদ একাউন্ট খোলা যায় তা জানতে
পারেন। আপনি যদি নগদ একাউন্টের পাসওয়ার্ড ভুলে জান।
আরও পড়ুনঃ
রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
তবে সেই একাউন্টটি পুনরায় পাওয়ার জন্য নগদ কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলতে
হবে। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার নগদ
একাউন্ট বন্ধ
করতে পারবেন।
নগদ পিন পরিবর্তন করার নিয়ম
নগদ পিন পরিবর্তন করার নিয়ম গুলো হলো-
- আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১৬৭# ডায়াল করুন।
- সবার নিচে ৮ নাম্বার অপশনে অর্থাৎ Pin Reset অপশন সিলেক্ট করুন সেখানে ৮ লিখে সেন্ড করুন।
- নতুন ডায়ালগ বক্সের ১ নাম্বারে Forget Pin অপশন সিলেক্ট করুন এবং সেন্ড অপশনে ক্লিক করুন।
- আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখে সেন্ড করুন।
- আপনার NID কার্ড অনুসারে আপনার জন্ম সাল লিখে সেন্ড করুন।
- আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। এবং সেই মেসেজ অনুসারে আপনাকে পুনরায় *১৬৭# ডায়াল করতে হবে।
- আপনাকে এবার পিন সেট করার জন্য বলা হবে। এই পর্যায়ে আপনাকে ৪ ডিজিটের একটি পিন সেট আপ করতে হবে।
- এরপর আপনার ফোনের স্ক্রিনে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন নতুন পিন দিয়ে।
এভাবে সহজেই আপনি আপনার নগদ পিন পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে নগদ
হেল্পলাইনে (১৬১৬৭) কল করে অথবা সরাসরি নগদ কাস্টমার কেয়ারে (০৯৬ ০৯৬) কল করে
আরো বিস্তারিত জানতে পারেন। আপনি এই নিয়মগুলি অনুসরণ করে সহজেই নগদ
একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন।
শেষ কথা
আপনাদের সকলের কাছে যদি আমার পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে পোষ্টটি আপনাদের
বন্ধু-বান্ধবী সকলের মাঝে শেয়ার করে দিন। আর নিয়মিত আমার কাছে থেকে পোষ্ট
পাওয়ার জন্য আমার ওয়েবসােইটটি ফলো করে রাখুন। নিয়মিত নতুন নতুন আপডেট পেতে
ওয়েবসাইটটি ভিজিট করুন। পোষ্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url